এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X $3 পীঠসার । অপার সাগর পারে যাহার নিবাস ; যে যেখানে মনে করে মায়ের মূরতি, অমনি অন্তরে তার জন্মে কত প্রীতি । এমন মায়ের প্রতি ভক্তি নাই যার, পৃথিবীতে তার মত কে আছে আসার ? रे মায়ের মমতা কত, কে কহিতে পারে, কি আছে তুলনা দিতে আর এ সংসারে ? শত অপরাপে তুমি অপরাধী হও, প্রস্থলীর স্নেহে তবু বঞ্চিত তনও । নিতান্ত কুৎসিত কিম্বা নিগুণ সে জন, জননীর কাছে সেও অমূল্য রতন । রোগ হলে কেবা আর জননীর মত, অনাহারে অনিদ্রায় শুশ্রুষায় রত ? গলিত দুৰ্গন্ধময় সন্তানের দেহ, জননী রাখেন বুকে, মরি কিবা স্নেহ । এমন মায়ের সেবা না করে যে জন, তার মত কোথা আছে পাপীষ্ঠ এমন ? \৩ সস্তান প্রবাসে গেলে স্মরি তার মুখ, স্নেহ-অশ্রুনীরে ভাসে জননীর বুক ,