এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * পাঠসার । পরিলেন না ; পাণ্ডুই হস্তিনাপুরের সিংহাসনে আরোহণ করিলেন । পাণ্ডুর সন্তানদিগকে পাণ্ডব কহে পাওবদিগের সঙ্গে বিরোধ হওয়াতেই কেবল ধৃতরাষ্ট্রের সন্তানেরা কৌরব নামে অভিহিত হয় ; কৌরব ও পাণ্ডব সকলেই এক কুরুবংশ-সস্তুত । পাণ্ডুর মৃতু্য হইলে রাজনিয়মানুসারে তাহার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির রাজ্য লাভ করিলেন । পিতৃব্য-পুত্রকে রাজ্য লাভ করিতে দেখিয়া সুতরাষ্ট্রের পুত্ৰ দুর্য্যোধন ও তাহার সহোদরের অত্যন্ত ঈর্ষাযুক্ত হইয়া উঠিল । তাহাদিগের ঈর্ষার আরও কারণ ছিল। পাণ্ডবেরা বিদ্যা, বুদ্ধি ও চরিত্রে কৌরবদিগের অপেক্ষা উন্নত হইয়াছিল বলিয়া সকলে তাহাদিগের গুণকীর্তন করিত ; দুৰ্ম্মতি দুর্য্যোধন ও তাহার সহোদরের ইহাতে যারপরনাই ক্ষুন্ন হইত। / সম্মুখযুদ্ধে পাণ্ডবদিগকে নিধন করা কঠিন, আর অন্যায়রুপে অনর্থক যুদ্ধ করিতে গেলেও বহুলোক তাহাদিগের পক্ষ হইবে বিবেচনায় কৌরবেরা চক্রান্ত করিতে আরম্ভ করিল। দুৰ্য্যোধনের মাতুল শকুনির কুপরামর্শানুসারে দুর্য্যোধন, রাজা যুধিষ্ঠিরের সঙ্গে অক্ষক্রীড়া আরম্ভ করিল। অপরিণামদর্শী যুধিষ্ঠির ব্যসনে মত্ত হইয়। রাজ্য হারাইলেন এবং অবশেষে পণে পরাজিত হইয়া ভ্রাতৃগণসহ দেশত্যাগী হইলেন ।