এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> → পাঠসাব। এই সংগ্রামে ত;}র্য্যাবর্তের প্রায সমস্ত রাজাই কোন ন। কোন পক্ষ অবলম্বন করিয়াছিলেন । গজারোহী, অশ্বাবোহী ও পদাতিক প্রভৃতি বিবিধ প্রকাবের সৈন্য এক লক্ষেরও অধিক হইলে উহাকে এক অক্ষৌহিণী বলে । কথিত আছে, কৌরব-পক্ষে এইরূপ একাদশ ও পাণ্ডবপক্ষে এইরূপ সপ্ত অক্ষৌহিণী সেনা সমবেত হইয়াছিল । অষ্টাদশ দিনব্যাপী মহাযুদ্ধের পর কৌরবগণ পবাজিত হইয়াছিল । কৌরবদিগের পক্ষে ভীষ্ম, দ্রোণ ও কণ প্রভৃতি মহারথীগণ এবং পাওর পক্ষে ভীম অর্জুন ও তৎপুত্র অভিমনু বিপুল বিক্রম প্রকাশ করিয়াছিলেন । এই যুদ্ধে যদুবংশীয় নরপতি দ্বাবকানগরের অধীশ্বর কৃষ্ণ পাণ্ডবদিগের পরম সহায় ছিলেন । তাহার সহায়তা ও বুদ্ধি-কৌশলেই পাণ্ডবেরা জয় লাভ করিয়া ছিলেন । মানস উদ্যান । _. এসো ভাই, চল যাই ফুলের বাগানে, জুড়াবে শরীর মন সুমধুর ভ্রাণে ।