এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মানস উদ্যান । ミッ) স্বভাবের শিরোশোভা কুসুম-রতন, কঠিন-হৃদয় যেবা না করে যতন । সুজনের মনোহর কুসুমের হার, মুকুতা প্রবাল মণি বটে কোন ছার । বলিহারি বিধাতার বিচিত্র সৃজন, মাটি ফাটি পরিপাটি জনমে এমন । কিন্তু অযতনে ঐ সুন্দর বাগান, অচিরে হইতে পারে শ্মশান সমান ; আপনি জনমি যত আগণ ছ। আসার, সহজে উদ্যান-শোভ করে ছারখার । এইরূপ মানুষের মানস-উদ্যান, আশিক্ষায় হয় ঘোর অরণ্য সমান , সদ্ভাব কুসুম আর সুযশ সৌরভ, না থাকিলে উদ্যানের থাকে না গৌরব , কুরুচি কুচিস্তা আদি জঙ্গল নিচয়, মানস-উদ্যান- শোভা সব করে ক্ষয় । অতএব সুচতুর বাগানির মত মানস-উদ্যানে যত্ন কর অবিরত । ] همه سا