এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশানুরাগ জ্ঞানী কি মূখ, ধনী কি দরিদ্র, বালক কি রদ্ধ, সকলেরই হৃদয়ে জন্ম-ভূমির জন্য স্বাভাবিক অনুরাগ রহিয়াছে । এই অনুরাগ থাকাতেই স্বদেশের সৌভাগ্য সঞ্চার হইতে দেখিলে মানুষের অন্তঃকরণে নিঃস্বার্থ আনন্দ জন্মে ; এবং এই স্বাভাবিক অনুরাগ অাছে বলিয়াই, পরমুখে স্বদেশের নিন্দ বাদ শ্রবণ করিলে মানুষের মনে গুরুতর ক্ষোভ উপস্থিত হইয়া থাকে । f জন্ম-ভূমি মানুষের কি প্রিয় পদার্থ। নিগুণ বা কুৎসিত হইলেও পিতা, মাতা, ভ্রাতা, ভগিনী প্রভৃতি অর্ণ তু জনকে লোকে যেরূপ ভালবাসে, অসভ্য অথবা প্রাকৃতিক সুখ ও সৌন্দর্য্য বিহীন হইলেও মাতৃ-ভূমিকে মানুষ সেইরূপ ভালবাসে । উত্তপ্ত মরুভূমির পাশ্বদেশৰাসী লোক, কি আগ্নেয়গিরি-সঙ্কুল ক্ষুদ্র দ্বীপবাসী মনুষ্য, সকলেই স্ব স্ব জন্ম স্থানের একান্ত পক্ষপাতী । আবার মেরু-সন্নিহিত দেশবাসীরা, ফলশস্য-বিহীন ভূমিতে নিদারুণ শীতে পীড়িত হইয়া, এবং বৎসরের অৰ্দ্ধভাগ সুৰ্য্যের মুখ দেখিতে না পাইয়াও, স্বদেশকে ভূমণ্ডলের