এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশানুরাগ । २¢ সৰ্ব্বোৎকৃষ্ট স্থল বিবেচনা করিয়া থাকে। এই জন্ত কবি কহিয়াছেন,—“জননী এবং জন্ম ভূমি মানুষের নিকট স্বৰ্গ হইতেও প্রিয়তর পদার্থ ।" স্বদেশ ও স্বজাতির গৌরবে লোকে আপনাকে গৌরবান্বিত মনে করে, এবং স্বদেশ ও স্বজাতির পতনে আপনাকে পতিত মনে করিয়া ম্রিয়মাণ হয় । যে দেশ জ্ঞান ও ধৰ্ম্মে উন্নত, ধন ও বীৰ্য্যে পরাক্রান্ত, সে দেশের লোকের কি স্ফৰ্ত্তি ও আনন্দ । আর যে দেশ অজ্ঞানাচ্ছন্ন,দারিদ্র্য বা পরাধীনতায় পীড়িত, সে দেশের লোকের কি শোচনীয় অবস্থা ; সে দেশের লোকের নিন্দ ও নিগ্রহ ভোগ করিয়াই দিন যাপন করিয়া থাকে । স্বদেশের সঙ্গে মানব জীবনের সুখ দুঃখের এমন অকাট্য সম্বন্ধ থাকাতেই, মানুষ স্বদেশের ধনব্লদ্ধির জন্য দুস্তর সমুদ্র জলে ভাসমান হয় ; এই সম্পর্ক আছে বলিয়াই মানুষ স্বদেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে আত্মসমপণ করে । এই জন্য, র্যাহার। কঠোর সাধনা করিয়া ধৰ্ম্ম ও জ্ঞানোন্নতি দ্বারা স্বদেশের মুখ উজ্জ্বল করিয়া থাকেন, র্যাহার। বিপুল অধ্যবসায় ও ত্যাগ স্বীকার করিয়া বৈজ্ঞানিক উন্নতি বা ধনরদ্ধি দ্বার স্বদেশকে সুশোভিত করিতে পারেন, অথবা র্যাহারা স্বদেশের স্বাধীনতা রক্ষার জন্য শত্রুর অস্ত্র উপেক্ষা (می"