এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 পাঠসার । করেন, জনসমাজ মুক্তকণ্ঠে তাহাদিগের গুণকীৰ্ত্তন করিয়া থাকে / কথিত আছে, গজনীর অধীশ্বর সুলতান মামুদ লাহোর রাজ্য আক্রমণ করিলে সে ভয়ঙ্কর সংগ্রাম উপস্থিত হয়, সেই সংগ্রামের ব্যয় নিৰ্ব্বাহাৰ্থ হিন্দু রমণীগণ আপনাদিগের অঙ্গাভরণ উন্মোচন করিয়া দিয়াছিলেন । মধ্যকালে অনেক রজপুত রমণী স্বদেশের স্বাধীনতা রক্ষার জন্য অস্ত্ৰধারণ করিয়াছেন, এবং জন্মভূমি পরহস্তে পতিত হইলে চিতারোহণ করিয়া আপনাদিগের কুলগেীরব রক্ষা করিয়াছেন । পারস্য-রাজ জারকৃলিস্ অগণিত সৈন্য লইয়া গ্ৰীণ ! দেশ আক্রমণ করিলে, স্পাটা-রাজ লিওনিডস্ তিন শতমাত্র অনুচর লইয়া থার্মপাইল নামক গিরিবক্সে তাহার গতিরোধ করেন । অসংখ্য শক্রর সঙ্গে সংগ্রাম করিতে করিতে লিওনিডস্ ভূতলশায়ী হয়েন । তাহার তিন শত অনুচরের মধ্যে একজন মাত্র জীবিত থাকিয়া স্বদেশবাসীদিগকে এই নিদারুণ সংবাদ প্রদান করে ; গ্রীকগণ সত্বর সমুচিত রণসজ্জা করিয়া শক্রর চেষ্টা ব্যর্থ করিয়া দেয় । মোগল সম্রাট আকবর মেওয়ার রাজ্য অধিকার করিবার জন্ত বহু সহস্র সৈন্ত সমভিব্যাহারে স্বীয় পুক্স