এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশমুরাগ। ২ ৭ ও অপর দুইজন প্রসিদ্ধ সেনাপতিকে প্রেরণ করেন । মেওয়ারের অধিপতি মহাবীর প্রতাপসিংহ স্বদেশের স্বাধীনতা রক্ষার জন্ত সেই অসীম শত্র সেনার সঙ্গে সংগ্রাম করেন । হলদিঘাট নামক স্থানে মহাযুদ্ধ করিয়া প্রতাপসিংহ পরাজিত হয়েন । এরূপ ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবীতে অতি অল্পই ঘটিয়াছে । দ্বাবিংশতি সহস্র রজপুত সৈন্তের মধ্যে চতুর্দশ সহস্র বীরপুরুষ হলদিঘাটে সমরশায়ী হন । সেই সকল স্বদেশহিতৈষী বীরপুরুষ বহুকাল হইল ইহলোক পরিত্যাগ করিয়া গিয়াছেন বটে, কিন্তু তাহাদিগের বীরকীৰ্ত্তি স্মরণ করিয়া অদ্যাপি তাহাদিগের স্বদেশীয়দিগের উৎসাহ ও স্বদেশানুরাগ জাগ্রত হইতেছে ; তাহাদিগের জন্মভূমিও পুথিবীর বীরজাতিদিগের নিকট চিরকাল সমাদৃত হইবে সন্দেহ নাই । কাপুরুষেরাই কুপুত্রের মত জননী জন্মভূমির জন্ত ত্যাগ স্বীকার করিতে কুষ্ঠিত হয় । প্রাচীন কালে কোন সময়ে কার্থেজ রাজ্যের সঙ্গে রাজ্য-সীমা লইয়া অপর এক রাজ্যের পুনঃ পুনঃ বিবাদ উপস্থিত হইত। অবশেষে এইরূপ মীমাংসা হইল যে, উভয় রাজ্যের রাজধানী হইতে দুইজন করিয়া দৃত এক সময়ে পদব্রজে গমন আরম্ভ করিবেন, এবং উভয়রাজ্যের দূতগণ যে স্থলে পরস্পর মিলিত হইবেন, তাহাই উভয়