এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2b" পাঠসার । রাজ্যের সীমা বলিয়া নিৰ্দ্ধারিত হইবে । স্বদেশের স্বার্থরক্ষার জন্য কার্থেজবাদী দুই সহোদর উল্লিখিত দৌত্য-কার্ষ্যের ভার গ্রহণ করিলেন । স্বদেশের হিতসাধন তাহাদিগের জীবনের লক্ষ্য, তাই তাহারা প্রাণপণ করিয়া এত দ্রুতবেগে গমন করিয়াছিলেন যে, বিরোপীয় ভূমির চিনচতুর্থাংশ পথ অতিক্রম করিলে তাহাদিগের সঙ্গে প্রতিযোগী দূতদিগের সাক্ষাৎ হইল । তখন দুই দলে পুনরায় মহাবিতণ্ডা উপস্থিত হইল, এবং পুনরায় এইরূপ স্থিরীক্লত হইল যে, কোন রাজ্যের দূতগণ র্তাহাদিগের অভীপিত স্থানে যদি জীবন্ত প্রোথিত হইতে পারেন, তাহা হইলে সেই স্থানই সেই রাজ্যের সীমা বলিয়া নিৰ্দ্ধারিত হইবে ! কার্থেজবাসী দৃতদ্বয় তাহাদিগের অভীপিত স্থানে আনন্দের সহিত সমাহিত হইয়া স্বদেশের অধিকার বৃদ্ধি ও শান্তি স্থাপন করিয়াছিলেন । র্তাহাদিগের সমাধির উপরে রাজকীয় ব্যয়ে দুই মনোহর কীৰ্ত্তি-মন্দির নিৰ্ম্মিত হইয়াছিল ; সেই দুই কীর্তি-মন্দির কার্থেজ রাজ্যের পূৰ্ব্বসীমা ও উল্লিখিত্ত বীরপুরুষদিগের দেৰ-কীৰ্ত্তির নিদর্শন রূপে বহুকাল বিদ্যামান ছিল । যে দেশের বক্ষে লালিত পালিত হওয়া যায়, ষে দেশের অন্নজলে শরীর পুষ্ট হয়, আর যে দেশের