এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশানুৰাগ । ૨ જે লোকের নিকট কথা কহিতে শিখিয়া মানুষ হওয়া যায়, সে দেশের জন্ত যাহার প্রাণে টান নাই; সে ব্যক্তি পশু বা কীটের স্বভাব বিশিষ্ট, ঘুনাহঁ ও হতভাগ্য ! স্বদেশের দুঃখ দুর্দশায় উদাসীন থাকা দূরে থাকুক, প্রকৃত সৎ লোকেরা স্বদেশের অগৌরবের কথা চিন্তা করিতেও কাতর হন । কোন এক গুরুতর অপবাধে, কসিক রাজ্যের জনৈক সঙ্গতিশালী লোকের প্রাণদণ্ডের আদেশ হয় । অপরাধীর ভ্রাতুপুত্র বিচারপতির নিকট উপস্থিত হইমা, নিরতিশয় বিনয় ও ব্যগ্রতার সহিত বলিতে লাগিল—“মহাশয় আমি আমার পিতৃব্যের জীবন ভিক্ষা করিয়া বলিতেছি যে, আমার এই প্রার্থনা যদি পূর্ণ হয়, তাহা হইলে আমরা রাজকোষে সহস্ৰ স্বর্ণমুদ্রা প্রদান করিব, যুদ্ধ কালে পঞ্চাশত সৈন্তের ব্যয়ভার বহন করিব , প্রতিজ্ঞা করিয ইহাও বলিতেছি যে, প্রাণদান পাইলে আমার পিতৃব্য নিৰ্ব্বাসিতবৎ থাকিবেন, আর দেশে আসিবেন না ।” বিচারপতি প্রার্থীকে কহিলেন—“দেখ, আমি জানি, তুমি অবিবেচক ও অপ দার্থ নহ ; তুমি এই ঘটনার সমস্ত অবগত আছ ; তুমি যদি বলিতে পার যে, এইরূপে তোমার পিতৃব্যের দণ্ডাজ্ঞা রহিত করা কলিকা রাজ্যের পক্ষে অগৌরব