এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
নদী । ৩১ বসিলে তোমার তীরে, শীতল পবন ধীরে, কত সুখরাশি করে দান ; তব জলে করি স্নান, তব জল করি পান, বেঁচে থাকে মামুষের প্রাণ । ক্ষেত্র মাঝে দণ ও জল, নানা শস্য ফুল ফল, উপাদেয় জন্মে কত মত , তব বক্ষে করি ভর, কাণ্ডারীরা নিরন্তর, দূর দেশে যায় অবির ন্ত । কিবা ক্লষি কি বাণিজ্য, কিবা মুখ কি সৌন্দর্য্য, তোমা হতে হয় সমুদয় ; সদা কর উপকার, নাহি চাহ পুরস্কার, কত গুণ কহিবার নয় ! ভ্ৰমিতেছ অবিরাম, নাহি শ্রান্তি কি বিশ্রাম, কর্তব্যপালনে সদা রত , রোগ কিম্বা দরিদ্রতা, কিছুই থাকে না তথা যে দেশেতে তুমি প্রবাহিত । যা ও তবে যা ও নদি; তোমায় হুজিলা বিপি, জীবের মঙ্গল কামনায় ; করহ জীবের হিত, ষাতে পরমেশ প্রীত, পুর্ণ কর র্তার অভিপ্রায় । ।