এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশ-মণ্ডল । আকাশ অনন্ত, কোন দিকেই আকাশের শেষ নাই । রাত্রিকালে আকাশে জ্যোতিঃখণ্ডের মত যে সকল ক্ষুদ্র নক্ষত্ৰ দেখিতে পাই, উহারা বাস্তব তত ক্ষুদ্র নহে । আমাদিগের বাসস্থল এই পৃথিবীর পৃষ্ঠদেশের বেষ্টনের পরিমাণ দ্বাদশ সহস্ৰ ক্রোশেরও অধিক ; জ্যোতিৰ্ব্বিদ পণ্ডিতেরা গণনা করিয়া দেখিয়ছেন, সুৰ্য্যমণ্ডল এইরূপ চৌদ্দ লক্ষ পৃথিবী অপেক্ষা ও রহত্তর । এইরূপ কত লক্ষ লক্ষ সুৰ্য্য ও কত কোট কোট পৃথিবী যে আকাশমণ্ডলে, অবস্থিতি করিতেছে, কে বলিতে পারে ? একটী সুৰ্য্যকে যতগুলি নক্ষত্র প্রদক্ষিণ করে, তাহাদিগকে গ্রহ কহে, গ্ৰহদিগকে যাহারা প্রদক্ষিণ করে, তাহাদিগকে চন্দ্র বা উপগ্রহ কহে ; আর ঐ সুর্য্য, গ্রহ ও উপগ্রহদিগের সমষ্টিকে এক সৌরজগৎ কহে । এইরূপ কত সৌরজগৎ যে আকাশে পরিভ্রমণ করিতেছে, কেহ জানে না । আমাদিগের এই দৃশ্যমান সুৰ্য্যমণ্ডল অপেক্ষা কত লক্ষ লক্ষ গুণে বৃহত্তর ও উজ্জ্বলতর সুর্য্যমণ্ডল যে আকাশমণ্ডলকে আলোকিত করিতেছে, কে তাহার ইয়ত্তা করিবে ? এক মুহূর্তে আলোক শত শত ক্রোশ চলিয়া যায় ; নভোমণ্ডলে