এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশ-মণ্ডল । ○○ এমন দূরবর্তী নক্ষত্র রহিয়াছে যে, অদ্যাপি তাহার জালোক পুথিবীতে আসিয়া পড়ে নাই ! আকাশের বহু দূর পর্য্যন্ত বায়ুরাশিতে পরিপূর্ণ। বায়ু তরল পদার্থ, কিন্তু উহা এত সুক্ষ্ম ষে, দেখিতে পাওয়া যায় না । পণ্ডিতেরা বলেন, ভূপৃষ্ঠ হইতে প্রায় চল্লিশ ক্রোশ উদ্ধ পর্য্যন্ত বায়ু আছে। আমাদিগের মস্তকের উপরে বহু পরিমাণে বায়ু রহিয়াছে। নিম্নস্থ বায়ুরাশি উপরিস্থ বায়ুরাশিকে প্রতিহত করে বলিয়া আমরা বায়ুর ভার অনুভব করিতে পারি না। এই বায়ুর মধ্যে অম্লজান নামক এক পদার্থ আছে, তাহাতেই * জীব-শরীরের শোণিত সতেজ ও পরিষ্কার হয় । তরল ও সূক্ষ্ম বায়ু পতঙ্গগণও শ্বাস-যন্ত্রদ্বারা শরীর মধ্যে গ্রহণ করিয়া জীবিত থাকে। যন্ত্র দ্বারা একটি বোতলের বায়ু বাহির করিয়া ফেলিলে, একটী পিপীলিকাও তন্মধ্যে মুহূৰ্ত্ত কাল জীবিত থাকিতে পারে না । এই জষ্ঠ সংকীর্ণ স্থানে বহু লোকের সমাগম হইলে শরীর অসুস্থ করে । বায়ু যেমন তরল ও লঘু, তেমনই স্বচ্ছ । বাবুরাশি ভেদ করিয়াও আমরা দূরের বস্তু দেখিতে পাই । এই বায়ু যদি স্বচ্ছ না হইত, তাহা হইলে পৃথিবী চিরঅন্ধকারে আচ্ছন্ন থাকিত বায়ু তরল ন হইলে যেমন