এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আকাশ-মণ্ডল । ←ንፃ হইয়া ফল শস্য উৎপাদন করে । এই বাম্পে আকাশের কি আশ্চৰ্য্য শোভাই সম্পাদন করে ! বাপরূপী মেঘ সকল নানা বর্ণ ধারণ করিয়া আকাশে বিচরণ করে ; অনেক সময়ে যেন বহুরূপীর মত মুহূর্তে মুহূৰ্ত্তে অবয়ব পরিবৰ্ত্তিত করিয়া মানুষের নয়ন ও মনকে মোহিত করিতে থাকে। এই বাম্পের উপরে সুর্য্য কিরণ প্রতিফলিত হইয়া অতি বিচিত্র রামধনুর হৃষ্টি হয়, রামধনু এত মনোহর যে, পলকের মধ্যে বিলুপ্ত হয় বলিয়া মনে দারগণ ক্ষোভ জন্মে । ব্যোমধান নামক একরূপ আকাশগামী যান আছে ; * অদ্যাপি উত্তর সমুচিত উন্নতি হয় নাই । কালে উহার উন্নতি হইলে মানুষ স্বচ্ছন্দে আকাশপথে বিচরণ করতে পরিবে । ইহার মধ্যেই অনেকে ব্যোমমানে তারোহণ করিয়া আকাশের বহু দূরে উঠিয়াছেন, এবং পর্য্যটন করিয়াছেন । তাহারা তথা হইতে ভূমণ্ডলের যেরূপ আশ্চৰ্য্য শোভা সন্দর্শন করিয়াছেন, তfহার বিবরণ পাঠ করিলে অন্তঃকরণ পুলকে পূর্ণিত হয় । যে আকাশ নীল চন্দ্রাতপের মত আচ্ছাদন করিয়া রহিয়াছে, যে আকাশের অঙ্গে নক্ষত্র সকল মণি-শ্রেণীর মত ঝলমল করিতেছে, যে আকাশে প্রাতঃস্ফূৰ্য্যের কিরণমালা বিস্তীর্ণ হইয়া 8