এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 е পাঠসার । এই দিব৷ এই রাতি, এই ধ্বংস এই স্থিতি, এই আলো এই অন্ধকার ; এখনি উৎসব রঙ্গ, সহসা সে সুখ-ভঙ্গ, এই হাস্য এই হাহাকার । এই শিশু এই যুব, অপরূপ দৃশ্য কিবা, ভাবিতে বিস্ময়ে ডোবে মন ; এই বৃদ্ধ লোলদেহ, এই আর নাই সেহ, হলে মৃত্যু পটের ক্ষেপণ ; বিধাতার অভিনয়, কিছুইতো স্থায়ী নয়, কেবল সুকৃত সঙ্গে যায় ; সাবধান হ’য়ে তাই, চলো রে পথিক ভাই, ভুলিওনা পাপের মায়ায় । মানুষের মহত্ত্ব। যাহাদিগের প্রচুর বিদ্যাবুদ্ধি, ঐশ্বৰ্য্য বা পদমৰ্য্যাদা আছে, লোকে সচরাচর তাহাদিগকেই বড় লোক বলিয়া থাকে y কিন্তু এ সকল থাকিলেই লোক মহৎ হয় না, প্রকৃত মহত্ব, ঐশ্বৰ্য বা পদমৰ্য্যাদা প্রভৃতির মুখাপেক্ষা করে না। র্যাহারা সাহস, অধ্যবসায়,