এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মামুষের মহত্ত্ব । $ ) ধৰ্ম্মনিষ্ঠা, পরোপকার বা কৰ্ত্তব্যপালন দ্বারা সংসারের শোভা সম্পাদন করিয়া থাকেন তাহারাই প্রকৃত মহৎ, তাহারাই বড় লোক ৮ যদি বিদ্যা বুদ্ধি বা ধন থাকিলেই লোক বড় লোক হুইত, তাহা হইলে যে ব্যক্তি নানা বিদ্যাবিশারদ, অথচ অলস ও অপদার্থ তাহাকে, এবং যে ব্যক্তি প্রখর বুদ্ধিশক্তি-সম্পন্ন, কিন্তু সেই বুদ্ধি সৎ বিষয়ে প্রয়োগ না করিয়া অসাধু পথে প্রয়োগ করে, তাহাকেও বড় লোক বলিতে হয়। এরূপ হইলে যে ব্যক্তি স্বয়ং ঘোর মূর্থ হইয়াও পৈত্রিক বিপুল বিত্ত উত্তরাধিকার করিয়াছে, ..অথবা কৃপণতা দ্বারা বা পরের সর্বস্ব অপহরণ করিয়া ধনশালী হইয়াছে, তাহাকেও বড় লোক বলিতে হয় । উচ্চবংশে অনেকেই জন্ম গ্রহণ করিয়া থাকে, অনুপযুক্ত হইয়াও অবস্থা বা স্বজনের আনুকুল্যে অনেকেই উচ্চপদে আরোহণ করিতে পারে, তাই বলিয়া সে বড়লোক হয় না। বিদ্যা বুদ্ধি সঙ্গতি বা উচ্চপদ লোকের কার্য্য করিবার সহায় ও সুযোগ ভিন্ন আর কিছুই নহে, উহাতে মানুষের মহত্বের কিছুই পরিচয় হয় না ; মানুষের চরিত্রের পরীক্ষাই মহত্ত্বের যথার্থ পরীক্ষা । কথিত আছে, মহারাষ্ট্র-মাহাক্স্যের প্রতিষ্ঠাতা শিবজী