এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8文 পাঠসাব । বর্ণজ্ঞানহীন ছিলেন । সাহস ও অধ্য বসায়ে তাহার তুল্য বীর পুরুষ পৃথিবীতে অতি অল্পই জন্মগ্রহণ করিয়াছেন । তিনি অতি উচ্চবংশে বা ঐশ্বৰ্য্যশালী গৃহে জন্মগ্রহণ করেন নাই, অথচ সাহস ও অধ্যাবসায়ের গুণে মহাপরাক্রমশালী মোগল সম্রাটের সঙ্গে ঘোরতর সংগ্রাম করিয়া এক স্বাধীন রাজ্য স্থাপন করিয়া গিয়াছেন । কেবল ভাষা শিক্ষা করিলে, অথবা কেবল নানা বিদ্যা বা শাস্ত্রের আলোচনা করিলেও মানুষ বড় লোক হয় না । শিবজী গ্রন্থকীট অথবা বহু বিদ্যাবিশারদ ছিলেন না বটে, কিন্তু স্বকীয় বীরত্ববলে যাহা করিয়া গিয়াছেন, তজ্জন্ত র্তাহার স্বদেশবাসীরা তাহাকে দেবতা বলিয়া পূজা করিবে । আর যতকাল পৃথিবীতে সাহস ও অধ্যবসায়ের আদর থাকিবে, ইতিহাস র্তাহার যশোবর্ণন করিতে থাকিবে । শিবজী স্বয়ং বিদ্বান ছিলেন না, কিন্তু বিদ্যার পরম সমাদর করিতেন । কত লোক বিপুল বিদ্যা উদরসাৎ করিয়াও বিদ্যার গৌরব রক্ষা করিতে জানে না,আহার বিহার ও ইতর আমোদেই জীবন ক্ষয় করিয়া থাকে । কৰ্ত্তব্যজ্ঞান মানব মনের অতি সুন্দর ভূষণ ; কৰ্ত্তব্য পালনেই মানুষের মহত্ত্বের যথার্থ পরীক্ষা হইয়া থাকে । র্যাহার কর্তব্য পালনের জন্ত পরিশ্রম ও অর্থ ব্যয়