88 পাঠসার । র্তাহার অভিপ্রায় ছিল, এই জন্য তিনি রুষীয়দিগকে নৌ-বিদ্যা শিখাইতে সংকল্প করিলেন । স্বয়ং পোতনিৰ্ম্মাণ কাৰ্য্য শিক্ষা করিয়া আসিয়া প্রজাদিগকে শিক্ষা দিবার জন্ত, তিনি হলগু দেশের রাজধানী আম্ষ্টারডাম্ নগরের অনতিদূরবত্তী রটারডাম্ নগরে সুত্রধরের বেশে অবস্থিতি করিয়া পোতনিৰ্ম্মাণ শিক্ষা করিয়াছিলেন । ঐ সময়ে তিনি অতি সামান্তরূপ আহার ও পরিচ্ছদ সহকারে অপর সূত্রধরদিগের সঙ্গে থাকিতেন, এবং অসাধারণ পরিশ্রম করিয়া উদ্দেশু সাধন করিতেন। সকলে তাহাকে "মাষ্টার পিটার’ বলিয়া ডাকিত । তিনি সকলের সঙ্গে হাস্ত পরিহাসে সময় যাপন করিতেন, এক মুহূর্তের জন্য ও স্বকীয় ঐশ্বৰ্য্য বা পদমর্য্যাদা স্মরণ করিয়া ক্ষুণ্ণ হইতেন না । কৰ্ত্তব্য-জ্ঞান তাহাকে অতুল স্ফর্তি প্রদান করিত । যাহার। আপণে যাইয়া স্বহস্তে সামান্ত গৃহসামগ্ৰী আনয়ন করিতে, অথবা পথপ্রান্তে পতিত অন্ধ বা খঞ্জের হস্ত ধারণ করিতে লজ্জা বোধ করে, তাহারা নিতান্ত অবিবেচক ও অপদাৰ্থ । রুষিয়ার প্রাচীন রাজধানী মস্কো নগরের অনতিদূরে ইস্তিয়া নামক স্থানে পিটার একমাস কাল অবস্থিতি করেন। সেই স্থানে মুলার নামে একজন কৰ্ম্মকার
পাতা:পাঠসার.djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।