এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানুষের মহত্ব । 8歌 কাৰ্য্য করিত নিয়মিত রূপে রাজকাৰ্য্য সমাধা কয়িয়া সম্রাট তাহার দোকানে যাইয়া কৰ্ম্মকারের কার্য্য শিক্ষা করিতেন । পিটারের স্বহস্ত-নিৰ্ম্মিত ও স্বনামাঙ্কিত একখানি লৌহদণ্ড সেন্টপিটার্সবর্গের চিত্রশালায় অদ্যাপি রক্ষিত হইয়াছে । যাহারা স্বকীয় অথবা পরিবারবর্গের ভরণপোষণের জন্য পরের গলগ্রহ হওয়া অপেক্ষ হলচালন বা নৌ-দও ধারণ উচিত মনে করেন, অথবা র্যাহারা স্বদেশ ও স্বজাতির হিতের জন্য রাজপুত্ৰ হইয়াও কৰ্ম্মকার বা সুত্রধরের কার্য্য করিতে কুষ্ঠিত না হন, তাহারই যথার্থ মহাত্মা । স্বদেশীয়দিগকে সমুচিত শিক্ষা দান করিবার জন্য আর তাহাদিগকে শ্রমশীল ও কর্তব্যপরায়ণ করিবার জন্তই পিটার এইরূপ প্রাণপণে যত্ন করিতেন । একদিকে তিনি এই সকল কাৰ্য্য করতেন, অপরদিকে তিনি রাজনীতিজ্ঞদিগের শিরোভূষণ ছিলেন ; তাহার অসাধারণ জ্ঞানবত্তা এবং হৃদয়ের এই অলৌকিক মহত্ত্ব চিরকাল তাহার নাম জাগরূক রাখিবে । খ্ৰীষ্টীয় ধৰ্ম্মপ্রচারকদিগের মধ্যে জন ওয়েস্লি নামক একজন মহাপুরুষ প্রাজুভুত হইয়াছিলেন । ওয়েসূলির ধন সম্পদ কিছুই ছিল না, বিদ্যাবুদ্ধিতেও তিনি অসাধারণ মনুষ্য ছিলেন না ; কিন্তু জ্বলন্ত বিশ্বাস