এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মামুষের মহত্ব। 8ፃ পতিত হন । দমুত্ৰ তাঙ্কার সমস্ত সম্বল অপহরণ করিয়া কিয়দর গমন করিলে, ধৰ্ম্মবীর ওয়েসূলি তাহার নিকট যাইয়া বলিলেন—“দেখ, তুমি জীবিকা-নিৰ্ব্বাহের যে পথ অবলম্বন করিয়াছ, তজ্জন্ত একদিন তোমাকে ঘোরতর অনুতাপ ভোগ করিতে হইবে , আর ইহাও মনে রাখিও যে, ধৰ্ম্মে বিশ্বাস স্থাপন করিলেই মানুষ পাপ হইতে উদ্ধার হইতে পারে।” এই ঘটনার বক্ষ বৎসর পরে ওয়েসূলি একদিন উপাসনা শেষ করিয়া ভজনালয় হইতে বহির্গত হইতেছেন এমন সময়ে একজন মনুষ্য সম্মুখীন হইয় তাহাকে বলিল—“মহাশয়, বহুকাল হুইল একবার অমুক স্থলে দমু্যহস্তে পতিত হইয়াছিলেন, মনে পড়ে কি ? আমিই সেই হতভাগ্য দসু্য । আপনি সে সময়ে যে উপদেশ প্রদান করিয়াছিলেন ; তাহাতেই ক্রমে আমার অন্তর পরিবর্তিত হইতে থাকে । আমার আশা পূর্ণ হইয়াছে, আমি ধৰ্ম্মে বিশ্বাস স্থাপন করিতে পারিয়াছি ৮ ধৰ্ম্মবিশ্বাস ও ধৰ্ম্মোৎসাহের বলে এই মহাত্মা অসম্ভব পরিশ্রম করিতে পারিতেন । পঞ্চাশত বৎসরের অধিক কাল তিনি ধৰ্ম্ম প্রচার করেন । এইকাল মধ্যে তিনি প্রায় পয়তাল্লিশ সহস্র বক্তৃতা ও উপদেশ প্রদান ও প্রায় এক লক্ষ বার হাজার ক্রোশ পথ পর্য্যটন