এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন । ~ বঙ্গভাষায় বিদ্যালয়ের পাঠোপযোগী গ্রন্থের অভাব আছে, একথা সকলকেই স্বীকার করিতে হইবে। এই অভাব স্বয়ং অনুভব করিয়া, এবং কতিপয় কৃতবিদ্য স্বদেশহিতৈষী বন্ধুদ্বার। আমুরুদ্ধ হইয়াই, আমি এরূপ কার্য্যে হস্তক্ষেপ করিয়াছি। এই পুস্তক প্রণয়ন করিতে গিয়া, যে সকল বিষয়ে প্রধানত: দৃষ্টি রাখা গিয়াছে, তাহ। এই— ( ১ ) বর্তমান বাঙ্গালা ভাষা শিক্ষা, (২) মহৎ লোকের জীবনচরিত, (৩) পদার্থবিজ্ঞান বিষয়ে স্থল স্থল তত্ব, ( 4 ) জীব ও জড় জগতে ঈশ্বরের সৃষ্টিকৌশল, ( ৫ ) পরিব্রাজকদিগের লিখিত বৈদেশিক আশ্চর্য্য বিবরণ, ( ৬ ) বালক-জীবনের উপযোগী ঐতিহাসিক অভিজ্ঞতা, ( ৭ ) গল্পচ্ছলে নীতিশিক্ষা, এবং— (৮) স্বদেশানুরাগ, সত্যনিষ্ঠা, সৎসাহস, অধ্যবসায়, বিনয়, ও উপচীকির্ষ প্রভৃতি সদগুণের দৃষ্টান্ত । বঙ্গদেশের সর্বত্র, পাঠ্যনিৰ্ব্বাচন-বিষয়ে একতা নাই । কোথাও কিছু উচ্চ রকমের পুস্তক, আর কোথাও বা তদপেক্ষ কিছু সহজ পুস্তক, একই শ্রেণীতে পাঠ্য হইয়া থাকে। সেই কথা মনে রাখিয়া, মধ্যশ্রেণীর বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর, এবং উচ্চশ্রেণীর স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর উপযোগী করিয়া