8t。 পীঠসার । করেন । র্তাহার চিন্তা ও পরিশ্রমের কথা শুনিলে যেমন বিস্মিত হইতে হয়, তাহার পরদুঃখ-কাতরতা ও দানশোণ্ডের রত্তান্ত শুনিলেও সেইরূপ বিস্ময় ও শ্রদ্ধার উদ্রেক হয়। পালিয়ামেন্টের বিধি অনুসারে একবার র্তাহার নিকটে এইরূপ এক অনুজ্ঞাপত্ৰ আসিয়াছিল— 'আপনার গৃহে ব্যবহার্য্য যে সকল রৌপ্যপাত্র অাছে, অগেীণে তাহা রেজেষ্টরি করবেন এবং বিধি প্রচারিত হওয়ার দিন হইতে তজ্জন্ত নিৰ্দ্ধারিত মাশুল প্রদান করিবেন।” ওয়েসূলি সেই পত্রের উত্তরে লিখিয়াছেন— “লণ্ডন নগরে দুই খানি ও ব্রিষ্টল নগরে আর দুই খানি রূপার চামচ ভিন্ন আর কোন রৌপ্যপাত্র আমার নাই ; আমার চতুর্দিকে অনাহারে কত কত লোকের প্রাণ বিয়োগ হইতেছে, আমার আর রূপার পাত্র খরিদ করিবার সাধ নাই !” এই মহাপুরুষ প্রচার-কাৰ্য্য আরম্ভ করিলে প্রথম বর্ষে তিনশত মুদ্রা বেতন পান। তন্মধ্যে দুইশত আশী মুদ্রা নিজে ব্যয় করিয়া অবশিষ্ট বিংশতি মুদ্রা পরোপকারে দান করেন । ক্রমে তাহার বেতন যখন ছয়শত, নয়শত এবং বারশত মুদ্রা হইয়াছিল, তখনও তিনি উল্লিখিত দুইশত অশীতির অধিক একটি মুদ্রাও নিজের জন্য ব্যয় করিতেন না । সমস্ত জীবনকালে তিনি তিন
পাতা:পাঠসার.djvu/৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।