এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q & পাঠসার । কেহ ডাকে "দিদিমণি* কেহ ডাকে "মা,* সার্থক “কুসুম’ নাম হয়েছে তাহার । চারিদিকে আছে যত দরিদ্র ভিখারী, সকলে রেখেছে তার "দয়াবতী” নাম , তাহার দয়ার কথা যাই বলিহারি, পরদুঃখে অশুরু তার করে আবিরাম । 这 এক দিন দেখিলাম বণিকের মেয়ে, আলুথালু কেশ বেশ মলিন বদন, পাগলিনী প্রায় যেন চলিয়াছে ধেয়ে, অমনি পশ্চাতে তার করিনু গমন । وا প্রতিবেশী কোন এক দরিদ্রের ছেলে ( তিন বছরের শিশু পুতুলের প্রায় ) কি হলো কোথায় গেল, কেহ নাহি বলে, সবে করে ছুটাছুটি হেথায় সেথায় । ዓ অদূরে পুকুর এক করি দরশন, কুসুমকুমারী তাতে পড়িল কাপিয়া ;