এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জয়াবতী । *》 বহু ক্লেশে করি তথা বহু অন্বেষণ, উঠিল সে মৃতপ্রায় বালকে লইয়া । যতক্ষণ বালক আছিল অচেতন, কুসুম দাড়ায়ে ছিল পুত্তলিক প্রায়, অনিমেষে শিশুমুখে রাখিয়া নয়ন, প্রখর ভামুর কর লইয়া মাথায় । ৯ বহু শুশ্রুষায় শিশু মেলিলে নয়ন, কুসুমের মুখে মৃদু হালি দেখা দিল ; লোকের প্রশংসা বাদ না করি শ্রবণ, ধীরে ধীরে দয়াবতী গৃহেতে চলিল । } • মামুষের প্রতি দয়া শুধু নহে তার, বড় দয়াবতী সেই কুসুম-কুমারী সকল জীবেই করে সদয় ব্যভার, তাহার গুণের কথা যাই বলিহারি । >ペ এক দিন মাঘ মাসে সন্ধ্যার সময়, পথি মধ্যে দেখেছিল কুসুমকুমারী,