এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●令 পাঠসার । কুকুর-শাবক এক ভগ্ন-পদদ্বয়, অৰ্দ্ধমৃত প্রায় শীতে কঁাপে থরহরি'+ S o তখনি আনিল তারে আপনার গৃহে দয়াবতী, দয়া যার অতি নিরমল, স্বহস্তে ঔষধ পথ্য দিয়া অতি স্নেহে ; অচিরে করিল তারে সুন্দর সবল । ృ\రి আদর করিয়া তার নাম দিল “ফেণী,* শিখাইল নানা কাৰ্য্য যতন করিয়া , মাঠে ঘাটে বিদ্যালয়ে করিল সঙ্গিনী, অন্ধকারে যায় ফেণী অালোট ধরিয়া । S 8 এক দিন দূর পথে করিতে ভ্ৰমণ, পথ হারাইয়া ফেণী হেথা সেখা যায় ; ক্রমে হলো অন্ধকার সন্ধ্যা আগমন, কুসুমে না হেরি ফেণী পাগলিনী প্রায় ! >6 এ পাশে ও পাশে ছুটে যেন জ্ঞানহারা, শকটের তলে ফেণী সহসা পড়িল ।