হিমান্ত প্রদেশ । (t + ঐ দেশে সুর্য্যরশ্মি পড়ে না । স্থলভাগ বরফে আরত, সমুদ্রের জলেও দ্বীপের মত প্রকাও প্রকাও তুষার-শৈল ভাসিয়৷ বেড়ায় । সেই সকল তুষার-শেলের দারুণ ঘর্ষণেও অনেক অর্ণবপোত চুর্ণ হইয়া গিয়াছে । দুরন্ত শীতে অবশ হইয়া, অগ্নি স্বালিবার চেষ্টায় অকৃত-কাৰ্য্য হইয়া অনেক নাবিক প্রাণ পরিত্যাগ করিয়াছে । এই মেরু স্থানের নিকটবৰ্ত্তী যে সকল স্থলে অল্প অল্প রক্ষলতা ও মনুষ্যের বিরল বসতি আছে, তাহণকেই হিমস্তি প্রদেশ কহে । আমেরিকার উত্তরে গ্রীনলণ্ড, ও রুষিযার উত্তরে ল্যাপলও দেশ এই হিমান্ত প্রদেশের অস্তগত । আমরা এই প্রস্তাবে উত্তর হিমান্ত প্রদেশেরই রত্তান্ত বর্ণন করিব । হিমাপ্ত প্রদেশবাসীরা শীতকালে সুৰ্য্যের মুখ দেখিতে পায় না । শহর দুই কারণ –পৃথিবীর পুষ্ঠদেশ গোলাকার বলিয়া যতই উত্তর দিকে যাওয়া যায়, সুৰ্য্যকে ততই দক্ষিণ দিকে হেলান দেখিতে পাওয়া যায় , আবার শীত ঋতুতে সুৰ্য্য দক্ষিণায়ণে গমন করে বলিয়া, হিমান্ত প্রদেশে একেবারেই অদৃশ্য হইয়া পড়ে ! সুৰ্য্য অদৃশ্য হয় বলিয়া ঐ সকল লোক বৎসরের অৰ্দ্ধভাগ অন্ধকারে আচ্ছন্ন বা দীর্ঘ নিদ্রায় অভিভূত থাকে না । ঐ সময়ে দিবাভাগে আরোরাবরিয়ালিস্ নামক এক রূপ আলোক জন্মে ।
পাতা:পাঠসার.djvu/৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।