এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(to পাঠসার । মধ্যাহ্ন সুৰ্য্যের প্রখর কিরণে যত পরিষ্কার দেখা যায়, উহাতে সেইরূপ দেখিতে পাওয়া যায় না বটে, কিন্তু উহাতে দৈনিক কাৰ্য্য সুন্দরব্রুপে নিৰ্ব্বাহিত হইত্বে পারে । হিমান্ত প্রদেশের লোকসংখ্যা অধিক নহে । সে দেশে জ্ঞান, ধৰ্ম্ম ও সভ্যতার উন্নতি হয় নাই । বিদ্যাচর্চা ও সভ্যতা বিস্তার হইলে কালক্রমে ঐ সকল লোকের অবস্থার পরিবর্তন হইতে পরিবে । এইক্ষণ উহার অতি হীন অবস্থাতেই দিন যাপন করিতেছে । পশুপালন, মুগয়া ও মৎস্ত ধরাই এইক্ষণ উহাদিগের প্রপান কাৰ্য্য । লোকগুলি প্রায় খৰ্ব্বাকার এবং পানভোজনে মত্ত ! লাপলণ্ডের ও ফিল্লণ্ডের অধিবাসী দিগকে লাপ ও ফিনৃ; এবং গ্রীনলণ্ডের অধিবাসৗদিগকে এস্কুইম বলে। এক্ষুইমাগণ এমন উদর-পরায়ণ যে, উৎসবাদিতে ভোজ হইলে অনেক পুরুষ অপৰ্য্যাপ্ত আহার করে, আহার করিতে করিতে অসমর্থ হইয়া সংজ্ঞা হীনের মত শষ্যণতে পড়িয়া থাকে , গৃহিণীর শায়িত রাক্ষসদিগের মুখে আরও এক এক খানি করিয়৷ মাংসখও স্থাপন করিয়া তবে আপনার আহারে প্রবৃত্ত হন ! ! হিমান্ত প্রদেশে রক্ষলতা, ইষ্টক ও চূর্ণক দুষ্পাপ্য ; এজন্ত সে দেশে আমাদিগের দেশের মত সুন্দর গুহ