এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিমান্ত প্রদেশ । ¢ ማ বা অস্ট্রলিকা নাই ৷ তদেশবাসীরা গ্রীষ্মকালে শিবির মধ্যে বসতি করে; আর শীত ঋতুতে তুষার দ্বারা গৃহ নিৰ্ম্মাণ করিয়া লয়। আরব ও আফ্রিকার মরুভূমিতে বেদিয়া জাতির যেরূপ স্থির তাবাস নাই, ইহাদিগেরও প্রায় তদ্রুপ । আবাস-যোগ্য স্থলে অনেক লোক যন ঘন শিবির সন্নিবেশ করিয়া, হিমস্ত প্রদেশবাসীরা যেন স্থানে স্থানে ক্ষুদ্র ও রহৎ হউ সংগঠন করে । এই সকল চলন্ত গৃহেই হিমান্ত প্রদেশবাসীরা আদান প্রদান ও বিনিময়াদি কাৰ্য্য সম্পাদন করিয়া বসতি করিয়া থাকে । তুষার দ্বারা গৃহ নিৰ্ম্মাণ করিবার কথা শুনিয়া হয়ত অল্পবয়স্ক পাঠকবর্গ চমৎক্লন্ত হইবে । যে তুষারের ক্ষুদ্র এক খণ্ড হস্তে লইলে হস্ত অবশ হইয় পড়ে, তদ্বারা গৃহ নিৰ্ম্মাণ করিয়া, তাহাতেই বসতি করা আশ্চ– র্য্যের বিষয় সন্দেহ নাই । কিন্তু আশ্চর্য্যের বিষয় হইলেও উহা অসম্ভব নহে । জল জমিয়া বরফ হয় ; জলের মধ্যে তাপের অংশ বেশী, এজন্ত তুষার-নিৰ্ম্মিত গৃহের মধ্যভাগ বেশ উষ্ণ হইয়া থাকে। শীতপ্রধান দেশে তুষার গলিয়া গৃহ নষ্ট হইবারও আশঙ্কা নাই ; কেনন। সে দেশে শীত ঋতুতে তুষারখণ্ড সকল ইষ্টকের মত শক্ত থাকে । ক্ষুদ্র ও বৃহৎ তুষার খণ্ড সকল যোজনা