এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিমান্ত প্রদেশ (RC) মত স্বচ্ছন্দে জীবিকা নিৰ্ব্বাহ করিয়া থাকে । মৎস্য ও মাংসই তাহাদিগের প্রধান আহার । এক প্রকারের সামুদ্রিক মৎস্য এবং রেইণ্ডিয়ার নামক গো জাতীয় হরিণই হিমাস্ত-প্রদেশবাসীদিগের জীবনের সম্বল । এক রূপ চৰ্ম্মাচ্ছাদন পরিধান করিয়া হিমান্ত প্রদেশের ধীবরের সমুদ্রজলে অবতরণ করে, তাহারা এমন সাহসী ও সস্তরণপটু যে, উত্তরসাগর-বাসী তিমি ও সিন্দুঘোটক প্রভৃতি ভয়ঙ্কর জলজন্তুদিগকে বিন্দুমাত্র ভয় না করিয়া অকাতরে সমুদ্রগর্ভে অবগাহন করে, এবং লীল নামক সামুদ্রিক মৎস্য প্রচুর পরিমাণে সংগ্ৰহ করিয়া থাকে । হিমান্ত-প্রদেশবাসীরা এই সীল মৎস্যের মাংস আহার করিয়া, তাহার ত্বক দ্বারা একরূপ পরিচ্ছদ ও প্রস্তুত করিয়া লয় । কিন্তু গো-হরিণই হিমান্ত প্রদেশবানীদিগের জীবনের প্রধান অবলম্বন । উহারা গো-হরিণের দুগ্ধ ও মাংস ভক্ষণ করে, উহার চৰ্ম্ম ও লোমে বস্ত্ৰ নিৰ্ম্মাণ করে, এবং উহার বিষ্ঠা স্বালাইয়া থাকে । এদেশে গাভী যেমন উপকারী, আরব দেশে উষ্ট্র যেমন পরম ধন, হিমান্ত প্রদেশে গো-হরিণও সেইরূপ । গো-হরিণের অভাবে তদেশবাসীরা ক্তেরাত্রিও জীবিত থাকিতে পারে না ; এই জন্ত তাহারা প্রচুর পরিমাণে গো-হরিণ পুষিয়া