এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃত বন্ধুতা । პაზ দুই বন্ধু পরস্পর সহোদর প্রায় কত ভালবাসে দোহে, বাথামিছে তায় । হেনকালে অকস্মাৎ বিপদ ঘটিল, ভীষণ ভল্লুক এক এসে দেখা দিল ! উভয়েরে ভল্লুক করিল আক্রমণ, এক বন্ধু ব্লক্ষেতে করিল মারোহণ । আত্মরক্ষা করি নিজে নিশ্চিন্ত হইল, অপর বন্ধুর দশ কিছু না ভাবিল । অপরের গাছে চড়া ছিল না অভ্যাস, ভূতলে পড়িল ভয়ে হইয়া হতাশ , “ভল্লুক না খায় মরা, ইহা শুনেছিল , মরার মতন ভাই পড়িয়া রহিল । গর্জন করিয়া কাছে ভল্লুক আসিল, মুখ মাক চোক কান সুকিয়া দেখিল , মৃত ভেবে ছেড়ে তারে চলি গেল দূরে । রক্ষ হতে নেমে বন্ধু বলে ধীরে ধীরে, “উঠ ভাই, চল যাই অার নাই ভয়, বহু দূরে গিয়াছে সে পশু দুরাশয় ; ভূতলে তোমারে বন্ধু পতিত দেখিয়া, ভাবনায় মৃত-প্রায় ব্লক্ষে আরোহিয়া ; কিন্তু বড় কুতুহল হয় জানিবারে, وعاً