এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাঠসার । কানে কানে ভল্লুক কি কহিল তোমারে ?” বন্ধু বলে—“ভল্লুক যে কহিয়াছে কথা, কতু করিব না আমি তাহার অস্তথা ; *বিপত্তি কালেতে যেবা না হয় সহায়, বন্ধু মনে কোন দিন করিও না তায়." এই কথা বার বার ভল্লুক কহিল, ভাগ্যগুণে বাচিলাম, ভাল শিক্ষা হলো ।” গোধন । গোধন পরম ধন এ দেশের তরে, কহিতে সকল গুণ মুখে নাহি সরে ! তুণ খেয়ে ক্ষীণ গাভী দুগ্ধ করে দান, তাহাতেই বেঁচে থাকে মানুষের প্রাণ ! সকল সারের মধ্যে গোরস প্রধান, অমৃত বলিয়। তাই তাহার বাখান । ক্ষীর সর নবণীত পিষ্টক পায়স, কত যে সুখাদ্য আরো মধুর সরস দুগ্ধ হ’তে জন্মে, যাতে মুগ্ধ হয় মন, একবার রসনায় করি আস্বাদন ।