এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোধন । స్క్రి) প্রখর ভানুর তাপে হয়ে দগ্ধ-প্রায়, হলস্কন্ধে বলীবর্দ মাঠ পানে ধায় ; কঠিন বন্ধুর ভুমি ক’রে দেয় চাষ, সারাদিন নাহি খায় এক মুষ্টি ঘাস , তবে সে কৃষক বীজ করয়ে বপন, তবে সে জনমে ক্ষেত্রে শস্য অগণন ; না হইলে আনাহারে মরে যত প্রাণী, জীবের জীবন তাই গোধনে বাখানি । প্রকাণ্ড শকট টানে পৃষ্ঠে বহে ভার, গোরু করে মানুষের কত উপকার । চক্ষু বেঁধে তৈলকার ঘানিগাছে যোড়ে, তথাস্তু বলিয়া গোরু সারাদিন ঘোরে । এইরূপে মানুষের শত প্রয়োজন, গোরুর প্রসাদে দেখ হতেছে সাধন । বিধাতার হুষ্টি মধ্যে বড় চমৎকার, বিষ্ঠায় দুর্গন্ধ নাশে, শেষে হয় সার ! বড় মূল্যবান বটে এমন গোধন ; মুখ সেই, যেবা তারে না করে যতন ।