বাষ্পীয় যন্ত্র । NA ধরিলেই মুখ হইতে জল উদগীরণ করবে, সে উহার নিজ গুণে নহে, বাষ্পীয় যন্ত্রই উহার কারণ । রাজপথে যে শত শত বায়বীয় দ্বীপ প্রজ্জ্বলিত হইয়া অন্ধকার দূর করিতেছে, অট্টালিকার কণ্ঠমালা রূপে যে সুন্দর দীপমালা শোভা পাইতেছে, তাহাও বাষ্পীয় যন্ত্রের গুণে । আবার বাপীয় যন্ত্র সভাগৃহে বা কাৰ্য্যালয়ে তালবৃন্ত ব্যঞ্জন করিয়া মুবুদ্ধি পরিচারকের কার্য্যও করিতেছে। বাষ্পীয় যন্ত্রের সাহায্যে মানুষ অসাধ্য সাধন করিতেছে । বাষ্পীয় যন্ত্ৰ পৰ্ব্বতের পাষাণ-বক্ষ ভেদ করিয়া বন্ধুর ভূমি খনন করিয়া জল-প্রণালী প্রস্তুত করিতেছে । আমরা যে সকল গ্রন্থ অধ্যয়ন করি, তাহার অনেকেই বাষ্পীয় যন্ত্র মুদ্রিত করিয়া দেয় ; আমরা যে দূর দেশে যে পত্র প্রেরণ করি, অাহীও বাষ্পীয় যন্ত্র বহন করিয়া লইয়া যায় । বাষ্পীয় যন্ত্রের অসাধ্য যেন কিছুই নাই । বাষ্পীয় বক্স মানুষকে এক দিনে, এক মাসের পথে লইয়া যাইতেছে ; বাষ্পীয় যন্ত্র যেমন পৰ্ব্বত ভাঙ্গিয়া চুৰ্ণ করিতেছে, তেমনই আবার ক্ষুদ্র সুচিকা ও সূক্ষ্ম সুত্ৰ নিৰ্ম্মাণ করিয়া,একদিকে অপার শক্তি ও অপরদিকে অসাধারণ নিপুণতা প্রকাশ করিতেছে । কি সমষ রক্ষা, কি নিরাপদ যাত্রা, কি সুন্দর গৃহসামগ্ৰী, কি পরিস্কার জল, কি সুন্দর বস্ত্র, কি সুলভ গ্রন্থ, এ সমুদয়েরই জন্য আমরা বাষ্পীয় ঘন্ত্রের নিকট ঋণ
পাতা:পাঠসার.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।