এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯუზP পাঠসায় । ওয়াটস্ নামক একজন মহাপুরুষ বাষ্পীয় যন্ত্রের নিৰ্ম্মাতা । তাহার পূৰ্ব্বেও কেহ কেহ বাস্পদ্বারা নানা রূপ কাৰ্য্য করিবার চেষ্টা করিয়াছেন, এবং কেহ কেহ বা কিয়ৎ পরিমাণে কৃতকাৰ্য্যও হইয়াছেন ; কিন্তু রীতিমত একটি বাঙ্গীয স্বাক্ষ কেহই প্রস্তুত করিতে পারেন নাই । ওয়াটস্ নিৰ্ম্মিত বাষ্পীয় যন্ত্রদ্বারা অন্তান্ত কাৰ্য্য যত হউক না হউক, তৎকালে ইংলণ্ডের এক মহোপকার সাধিত হইত। ইংলণ্ডদেশ মৃদঙ্গার ও লৌহাদি ধাতুর আকরে পরিপূর্ণ । সেই সকল খনিতে জল উঠিয়া সময়ে সময়ে কাৰ্য্য বন্ধ হইয়া যায়। বাষ্পীয় যন্ত্রদ্বারা ভূগর্ভস্থিত সেই জল নিৰ্গত করিয়া ফেলা ভিন্ন, খনির কার্য্য চালাইবার অার উপায়াস্তুর ছিল না । ৰাষ্পীয় যন্ত্ৰ নিৰ্ম্মাণ করিয়া স্বদেশের মহোপকার সাধন করতঃ মহাত্মা ওয়াটস্ প্রচুর ধন ও যশ লাভ করিয়া গিয়াছেন । কিন্তু তখনও গতিকারক বাষ্পীয় যন্ত্রের কোন কল্পনা মানুষের মনে ছিল না । গতিকারক বাষ্পীয় যন্ত্রের নিৰ্ম্মাতা মহাত্ম জর্জষ্টিফেনসমৃ একজন দরিদ্র লোকের সন্তান। ইংলণ্ডের অন্তঃপাতী নিউকাসেল নগরের নিকটবৰ্ত্তী কোন গ্রামে তাহার জন্ম হয়। জর্জের পিতার ছয়ট সন্তান এবং বৃহৎ পরিবার ছিল । কয়লার খনিতে বাপীয় যন্ত্রের অগ্নি