এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাষ্পীয় पॐ ! ዓ > অল্প কাল পরে জর্জ আর এক পদ উন্নীত হইলেন । এবং স্থানান্তরে ভদ্রাসন পরিবর্তন করিলেন । এই সময়েই নানা প্রতিকুল অবস্থাতে র্তাহাকে ব্যস্ত করিয়া তুলিল। এই সময়েই র্তাহার পত্নীবিয়োগ হইল ; দৈব ঘটনাতে র্তাহার পিতা অন্ধ হইলেন । সে সময়ে ইংলণ্ড ভিন্ন রাজ্যের সঙ্গে সংগ্রামে নিযুক্ত ছিল । দেশের রীতি অনুসারে জর্জ সৈন্ত-শ্রেণীভুক্ত হইতে বাধ্য হইলেন ; কিন্তু বহু ব্যয় করিয়া একজন প্রতিনিধি প্রদান করিয়া মুক্তি পাইলেন । এসময়ে তিনি মাসিক চল্লিশ কি পঞ্চাশ টাকা বেতন পাইতেন । ইহার পূৰ্ব্বেই তাহার এক পুত্র জন্মিয়াছিল। এই মাতৃহীন শিশুর লালন পালন ও বৃদ্ধ জনক জননীর ভরণ পোষণ করা এরূপ অল্প আয়ে সুকঠিন হইয়া উঠিল। জর্জ কিঞ্চিৎ হতাশ হইয়া পড়িলেন, এবং আমেরিকায় যাইয়া বাস করিতে অভিলাষ করিলেন । ইংলও দেশের সৌভাগ্য যে, পৰ্য্যাপ্ত পাথেয় স২গ্ৰহ করিতে ন পারিয়া তিনি জন্মভূমি পরিত্যাগ করিতে পারিলেন না। এই সময়ে একটি ঘটনা ঘটিল । জর্জের কৰ্ম্মস্থানের অনতিদূরে কোন একটি খনি জলপূর্ণ হইয়া গেল ; জল নিগমের জন্য বহুচেষ্টাও ব্যর্থ হইয়া পড়িল । জর্জ এই সংবাদ পাইয়। ঐ স্থানে উপস্থিত হইলেন, এবং চেষ্টা করিয়া প্রতিবিধান নির্ণয় করিলেন।