এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ পাঠসার । অল্প সময়ে এই কাৰ্য্যে কৃতকাৰ্য্য হওয়াতে র্তাহার মুখ্যাতি রটন হইতে লাগিল । তিনি অচিরেই বার্ষিক সহস্র মুদ্রা বেতনের এক কার্য্য পাইলেন । এই সময়ে গতিকারক বাষ্পীয় যন্ত্ৰ নিৰ্ম্মানের কল্পনা অনেকেরই মনে উপস্থিত হইয়াছিল । জর্জের মনেও হইয়াছিল । কিন্তু তিনি কেবল চিন্তা করিবার লোক ছিলেন না ; নানারূপ পরীক্ষা করিয়া তিনি গতিকারক বাষ্পীয় যন্ত্ৰ নিৰ্ম্মাণ করিলেন । ১৮৩০ খৃষ্টাব্দে লিভরপুল হইতে প্রথম বাষ্পীয় শকট মানুচেষ্টার নগরে গমন করে । এইক্ষণ সভ্য দেশের প্রায় সৰ্ব্বত্রই বাঙ্গীয় শকট গমনাগমন করিতেছে। দরিদ্রের সন্তান জর্জ বাল্যকালে গোরু চরাইতেন ; বুদ্ধি ও অধ্যবসায় যোগে তিনিই জগতের এই অপূৰ্ব্ব সুখের প্রবর্তক হইয়াছিলেন । 豪 खयडूमि | যে দেশে জন্মেছি আমি, বঞ্চি যেই দেশে, যে দেশের বায়ু বহে নিশ্বাস-প্রশ্বাসে ; যে দেশের রবি তাপ বিতরে আমায়,