এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩ যে দেশের শ্রোতস্বতী সলিল যোগায় ; যার ফলশস্তে করি জীবন ধারণ, ষার বক্ষে সদা সুখে করি বিচরণ ; ধরাতলে কোথা আছে তার মত স্থান ? সেই মম জন্মভূমি জননী সমান । 는 যে দেশে কৃষক মম জীবিকার তরে, ভানু তাপে পুড়ি তনু ভুমি চাষ করে ; সাধিবারে আমার অনেক প্রয়োজন, যে দেশে বণিক করে বহু পৰ্য্যটন , যে দেশে লোকের কাছে শিখিয়াছি কথা, পশু হইতাম যার হইলে অস্তথা ; ধরাতলে কোথা আছে তার মত স্থান ? সেই মম জন্মভুমি জননী সমান । VL যে দেশে রয়েছে মম প্রিয় পরিবার, দয় ময় পিতা আর জননী অামার , স্নেহের পুতুল সম ভাই ভগ্নী ষত, এক বৃক্ষে প্রস্ফুটিত কুসুমের মত । যে দেশে খেলার সার্থী অঙ্গর বন্ধুগণ, সুশোভিত আছে যেন নক্ষরকানন ; q