এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* S. পাঠসার ধরাতলে আর কোথা আছে হেন স্থান ? সেই মম জন্মভূমি স্বর্গের সমান । . যে দেশের গিরি নদী কত শোভা ধরে, খনি মধ্যে জ্বলে মণি, মুকুতা সাগরে, অতুল নক্ষত্র-শোভা সুনীল আকাশে, নব জলধর সহ সৌদামিনী হাসে ; যে দেশে কাননে শোভে কত মত ফুল, কল কণ্ঠে গায় গীত বিহঙ্গমকুল ; ধরাতলে কোথা আছে তার মত স্থান ? সেই মম জন্মভূমি স্বর্গের সমান । যার অন্ন জল খেয়ে শরীর জীবিত, যার নামে ধরাতলে সবে পরিচিত ; যাহার গৌরবে কত সুখের উদয়, যাহার পতনে হয় পতন নিশ্চয় ; দূর দেশে থাকি যারে করিলে স্মরণ, উথলে হৃদয় আর ঝরে দুনয়ন ; তার তরে শরীরের রক্তবিন্দু দান ষে না করে, কুতন্ত্র সে পশুর সমান !