এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃত বন্ধুতা ও প্রতিজ্ঞা পালন । 46t وي অসার শরীর আর আসার জীবন, স্বজাতির হিত যদি না হয় সাধন ; স্বদেশের ঋণ শোধ করিয়াছে যেই, ইহলোকে পরলোকে ভাগ্যশীল সেই ; খুলে দেখ ইতিহাস কত মহাবীর, স্বদেশের হিত-হেতু পাতিলা শরীর ; তাহাদের কীৰ্ত্তি-কথা রয়েছে ধরায়, মুক্তকণ্ঠে যশোমীত কবিগণ গায় । প্রক্কত বন্ধুতা ও প্রতিজ্ঞ। পালন । সিরাকিউস্ নগরে দায়োনিসিয়স্ নামে এক স্বেচ্ছাচারী নরপতি ছিল। যথেচ্ছাচার-শাসন ও নির্দয় ব্যবহার স্বারা সে প্রজাবৰ্গকে উৎপীড়ন করিত। একবার কতকগুলি রাজ-কৰ্ম্মচারী চক্রান্ত করিয়া, দামৰূ নামক একজন নির্দোষী সাধু লোককে দায়োনিসিয়সের নিকট অপরাধী বলিয়া উপস্থিত করে ; দায়োনিসিয়স্ সবিশেষ বিবেচনা ল! করিয়াই তাহার প্রাণদণ্ডের আদেশ করিল।