এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9 পাঠসার। এই নিষ্ঠুর ও অসম্ভাবিত দণ্ডাজ্ঞ শ্রবণে দামন্‌ বিস্মিত ও সস্তপ্ত হইলেম । কিন্তু তিনি দায়োনিসিয়সের চরিত্র অবগত ছিলেন । এই অসঙ্গত দণ্ডাজ্ঞা হইতে নিস্কৃতি লাভের আশা মাই বিরেচনায়, তিনি রাজসমীপে অস্ত কোন অনুকম্প যাচঞা না করিয়া কেবল এই প্রার্থনা করিলেন যে, সংসারের অবশু-কর্তব্য কাৰ্য্য সমাধা ও পরিবারবর্গের সঙ্গে শেষ সাক্ষাৎ করিয়া আসিবার জন্ত তাহাকে তিন দিবস অবকাশ দেওয়া হয়। নিষ্ঠুরপ্রকৃতি দায়োনিসিয়স্ প্রথমতঃ এই প্রস্তাবে সন্মত হইল না , অনেক অনুনয় বিনয় করিবার পরে অবশেষে এই আদেশ করিল যে, যদি কোন ব্যক্তি অনুপস্থিতি-কালের জন্ত । দামনের প্রতিভূ থাকে, আর দাম নিদিষ্ট সময়ে উপস্থিত না হইলে তৎপরিবর্তে মৃত্যু-দণ্ড গ্রহণে স্বীকৃত হয়, তাহা হইলেই দামন্‌ ঐ তিনি দিন সময় পাইতে পারে । সকলেই মনে করিল, এই রাজ-আজ্ঞাতে কোন ফল স্কৃলিবে না, অপরাধীর জন্য কেহই এমন শঙ্কটে পদাপর্ণ করিবে না । পিথিয়সূ নামে দামনের এক বন্ধু ছিলেন ; তিনি অযাচিতরূপে বন্ধুর জন্য প্রতিতু থাকিতে প্রস্তুত হইলেন । সকলে দেখিয়া আশ্চৰ্য্যাম্বিত হইল । পিথিমসের এইরূপ অকৃত্রিম প্রণয়ে পরাস্ত হইয়া,দাম নিৰ্ব্বন্ধুসহকারে বন্ধুকে এই কাৰ্য্য হইতে বিরত হইতে বলিলেন ।