এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃত বন্ধুতা ও প্রতিজ্ঞা পালন । དག བཱ গমন কহিলেন—"পিথিয়স্ এখান হইতে আমার গৃহ এক দনের পথ দূরবর্তী, বাড়ীতে যাইতে ও বাড়ী হইতে মাসিতেই দুই দিন লাগিবে ; আর এক দিৰস মাত্র বাড়ীতে থাকিয়া সমস্ত কাৰ্য্য সমাধা করিব । সময় অতি সংস্কীর্ণ ; যদি এই সংস্কীর্ণ সময়ে ফিরিয়া আসিতে দৈবগতিকে না পারি,তাহা হইলে কি ভয়ানক বিপদই ঘটিবে ! পিথিয়স্,তুমি নিৰ্বত্ত হও, আমি তোমার ভালবাসায় ক্রীত হইয়াছি ; আর তুমি এরূপ দুঃসাহস করিও না ।" পিথিয়ল কিছুতেই নিবৃত্ত হইলেন না । তিনি বন্ধুকে বাড়ীতে পাঠাইবার জন্য পুনঃ পুনঃ জেদ করিতে লাগিলেন । অগত্যা দামৰূ গৃহে চলিলেন । গৃহে যাইয়া এই নিদারুণ লংবাদ প্রদান করিলে পরিবারবর্গ পরিতাপে আকুল হইয়া পড়িল । কিন্তু দামৰূ অধীর হইলেন না ; তিনি অবশ্যকৰ্ত্তব্য কাৰ্য্য সম্পন্ন করিতে লাগিলেন । র্তাহার একটী কস্তার বিবাহ-সম্বন্ধ স্থির ছিল,তাহার বিবাহ কাৰ্য্য সমাধা করিলেন; পরিবারবর্গকে যথাবিহিত আদেশ ও উপদেশ প্রদান করিলেন ; সম্পত্তি সম্বন্ধেও উপযুক্ত ব্যবস্থা করিলেন, এবং অবশেষে পুত্ৰকলত্রের নিকট জন্মের মত বিদায় লইয়া রাজধানীগমনের উদ্যোগ করিলেন । পরিবারবর্গ ধুলায় লুষ্ঠিত হইয়া বিলাপ করিতে লাগিল , কেহ বা ব্যাকুল হইয়৷