এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃত বন্ধুতা ও প্রতিজ্ঞা-প{লন । *ふ কথার পরে, দামনের প্রতিভূ হইয়া পিথিয়সূ বুদ্ধিমানের কাৰ্য্য করেন নাই, ইহাই প্রতিপন্ন করিবার জন্ত কহিল,—“পিথিয়স্, স্বার্থই মানুষের পরিচালক ; বন্ধুতা, পরোপকার ও স্বদেশানুরাগ প্রভৃতি কথা, কেবল দুৰ্ব্বল ও মূখদিগকে প্রবোধ দিবার জন্তই জ্ঞানীগণ প্রচার করিয়া থাকেন।” পিথিয়স তখন স্থির স্বরে কহিলেন,— “মহারাজ, এমন কথা কহিবেন না ; আমি আমার নিজের অস্তিত্বে যেমন বিশ্বাস করি, প্রিয়তম দামনের সাধুতাতেও সেইরূপ বিশ্বাস করি । প্রিয় বন্ধু দামনের প্রাণ রক্ষা করিতে আমি সহস্র মৃত্যু শ্লাঘ জ্ঞান করিব । হায়, দৈব কি তাহার জীবন রক্ষার সহায় হইবেন । এই যে ঝড় বৃষ্টি হইতেছে, ইহা শত গুণে প্রবল হইয়া, এখানে আসিবার স্ট্র দাম বে প্রাণপণ চেষ্টা করিতেছেন, সেই চেষ্টFব্যর্থ কুরুক। আম অপেক্ষ তাহার জীবনের মূল্য অধিক সুদামৰু জীবিত থাকিলে দেশের অধিকতর মঙ্গল হইবে । হে ঈশ্বর, দামন্‌কে তুমি রক্ষা কর !" পিথিয়সের মুখে এইরূপ কথা শুনিয়া, এবং তাহার দেবোপম ভাব দেখিয়া দুৰ্ব্বত্ত দায়োনিসিয়স্ বিস্মযে অবাক হইয়া চলিযা গেল । নিদিষ্ট সময় উপস্থিত হইলে, পিথিয়সূকে বধ্যভূমিতে লইয়া গেল। দায়োনিসিয়স্ ইতঃপূৰ্ব্বেই বধ্য