by o পাঠসাব ভূমিতে গিয়াছিল । ছয়টি শ্বেত অশ্ব দ্বারা পরিচালিত এক মহামূল্য শকটে উপবিষ্ট হইয়। দায়োনিসিয়স্ বধ্যভূমির কাও সন্দর্শন ও পিথিয়সের ভাবগতি নিরীক্ষণ করিতেছিল। পিথিয় বধ্যভূমিতে যাইয়া ফঁাসিকাষ্ঠের উপর দণ্ডায়মান হইলেন, এবং আপনার মৃত্যুর উপকরণ-দ্রব্যগুলির উপরে ক্ষণকাল দৃষ্টি করিয়া স্থির মূৰ্ত্তিতে উপস্থিত জনগণকে লক্ষ্য করিয়া কহিতে লাগিলেন,— “আমার প্রার্থনা পূর্ণ হইয়াছে, দৈব আমার প্রতি অনুকুল হইয়াছেন ; এই ক্ষণ আমি যে রক্তপাত করিতেছি, তদ্বারা প্রিয় বন্ধুর জীবন রক্ষা হইবে। কিন্তু হয়ত তোমাদিগের মনে দামনের সাধুতার বিষয়ে সন্দেহ জন্মিয়াছে ; আমি যদি সেই সন্দেহ দূর করিতে পারিতাম, তবে আমার এই মৃত্যু কি সুখের মৃত্যুই হইত ! গত কল্য হইতে প্রবল প্রতিকুল বায়ু প্রবাহিত হইতেছে । দামৰু এই দুৰ্য্যোগ অতিক্রম করিতে পারিতেছেন না ; তিনি পথিমধ্যে না জানি কতই চিন্তা ও আক্ষেপ করিতেছেন । র্তাহার সত্যনিষ্ঠার উপরে কেহ বিন্দুমাত্রও সন্দেহ করিও না, তোমরা সত্বরই র্তাহার সাধুতার পরিচয় পাইবে । আর বিলম্বের প্রয়োজন নাই, পাছে তিনি আসিয়া উপস্থিত হন। হে ঘাতক, শীঘ্র তোমার কার্য্য সমাধা কর ।
পাতা:পাঠসার.djvu/৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।