এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকৃত বন্ধুতা ও প্রতিজ্ঞা-পলন । b-) এই শেষোক্ত বাক্য উচ্চারিত হইতে না হইতেই জনতার পশ্চাদিকে এক গোলযোগ উপস্থিত হইল । দূর হইতে এক ব্যক্তির উচ্চ কণ্ঠধ্বনি শুনা গেল , অল্পকাল মধ্যেই সকলে বলিয়া উঠিল,—”ক্ষাস্ত হও ক্ষান্ত হও বধ করিও না বধ করিও না ।” মূহূৰ্ত্ত মধ্যে অশ্বগৃষ্ঠে দামৰু আসিয়া ফাসিকাষ্ঠের নিকট উপস্থিত হইলেন । র্তাহার অশ্বের মুখ দিয়া ক্ষেণ নির্গত হইতেছিল। দামন আসিয়াই দুই বাহু প্রসারিত করিয়া প্রিয় বন্ধু পিথিয়স্কে বক্ষস্থলে ধরিয়া কহিলেন—"বন্ধু নিশ্চিস্ত হও আর ভয় নাই ; ঈশ্বরকে ধন্যবাদ যে, আপনাপেক্ষ প্রিয় বন্ধুর প্রাণরক্ষা হইল। এখন আর আমার দুঃখ নাই, এখন আমি অনায়াসে মরিতে পারিব । আহা ! প্রিয়তম, তোমার জন্য আমি কতই না উৎকষ্ঠিত ছিলাম !" দামনের ক্রোড়ে থাকিয়া ভগ্নোদ্যম হইয়া গদগদ কণ্ঠে ও ভগ্নস্বরে পিথিয়মৃ কহিলেন, "হায়, কি হইল ! কোন নিষ্ঠুর দৈব তোমার অনুকুল হইয়া আমার উপরে এই বাদ সাধিল । কিন্তু যাই হউক, যদি প্রাণ দিয়া তোমার প্রাণ রক্ষা করিতে না পারিলাম, তবে আর বাচিয়া থাকিয় ফল কি ? এইক্ষণ তোমার সঙ্গেই প্রাণ পরিত্যাগ করিব।” এই সকল দেখিয়া শুনিয়া দায়োনিসিয়স্ অবাকৃ হইয়া গেল। তাহার হৃদয় দ্রব হইল, সে অশ্রুপাত করিল,