এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

も*8 পাঠসার । আমার কিছুই দোষ কিম্বা গুণ নাই, সদা কাৰ্য্য করি আমি বিধির আদেশে ; নিভৃতে কাননে কভু বাঁশরি বাজাই, কতু মহাবাত্যারূপে যাই দেশে দেশে । এইরূপ হষ্টির যতেক উপদান, নিজগুণে নিজ বলে কাৰ্য্যকারী নহে ; যাহারে যে কার্ষ্যে রত সৰ্ব্বশক্তিমান, করেন, সে কাৰ্য্যে সেই ব্ৰতী হয়ে রহে । বিহঙ্গ-জাতি । বিহঙ্গজাতি হষ্টির অতি রমণীয় পদার্থ। অভিনিবেশ সহকারে একটী বিহঙ্গ-দেহের প্রতি দৃষ্টিপাত করিলে, বিধাতার রচনা-কৌশলের শত শত নিদর্শন পাইয়া অবাক হইয়া থাকিতে হয় । বিহঙ্গগণের রূপবর্ণন অসম্ভব । এত অসংখ্য বিহঙ্গ এরূপ বিচিত্র সৌন্দর্য্যে সুশোভিত যে,উল্লেখ করিতে গেলে তাহাতেই বৃহদাকার গ্রন্থ হইয় পড়ে । সাধারণতঃ বিহঙ্গদেহ মাত্রেই নয়নের অতি স্ত্রীতিকর । কেমন ভুলোল্লত বঙ্কিম গ্রীব