এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিহঙ্গ-জাতি । br意 দেশ, কেমন সুগোল মস্তক ও রম্ভের মত চঞ্চুপুট, কেমন সরল ও সজীব চক্ষুদ্ব য়, আর কেমন কদলীপুষ্পের মত দেহটী ; যেন সৰ্ব্বাঙ্গে লাবণ্য ক্রীড়া করিতেছে ! ইহার উপরে তাবার কোন কোন পক্ষীব মস্তকে উজ্জ্বল মুকুট, কাহারও পশ্চাতে বিস্তীর্ণ পুচ্ছ, আর কাহারও বা সৰ্ব্বাঙ্গে এমন বর্ণচ্ছুটা যে,দেখিলে নয়ন পরিতৃপ্ত ও মুগ্ধ হইযা যায । কিন্তু বিহঙ্গদেহের সৌন্দর্য্য অপেক্ষা বিহঙ্গদেহের উপযোগিতাই অধিকতর আশ্চৰ্য্য । বিহঙ্গগণ বায়ুভরে উডষ্ট্ৰীযমান হইবে বলিয়া তাহাদিগের দেহ তদুপযোগীই হইয়াছে । বিহঙ্গদিগের দেহ অপেক্ষারুত অল্প ভারী । এইরূপ করিবার জন্য তাহাদিগের অস্থি ও পালক প্রভৃতি এরূপ ভাবে নিৰ্ম্মি ত যে, তন্মধ্যে অনেক পরিমাণে বায়ু প্রবিষ্ট হইয়া থাকিতে পারে । বিহঙ্গদিগের পা দুখানি সরল অথচ সরু সরু ; উড়িবার সময়ে উহারই বলে লম্ব প্রদান করিয়া কিয়দর উথিত হয়, এবং তৎপরে বায়ুর উপরে পক্ষ-সঞ্চালন করিতে থাকে। যখন কোন বিহঙ্গ আকাশপথে উড়িয়া যায়, তখন যেন একখানি ক্ষুদ্র তরণী অতি দ্রুতবেগে বায়ু-সাগরে ভাসিয়া যাইতেছে বলিয়া বোধ হয় । তখন উডউীয়মান বিহঙ্গের বক্ষস্থল তরণীর তলভাগের, পুচ্ছটা নৌকার 切ー