পাঠসাব । وي بي কর্ণের, পক্ষ দুইখানি দণ্ডের এবং চক্ষু দুইটী দিগদর্শন যন্ত্রের কার্য্য করে । আর যখন বিহঙ্গ উড্ডয়নে ক্ষাস্ত হইয়। তরুশাখায় উপবেশন করে, তখন যেন সেই ক্ষুদ্র তরণী নঙ্গর ফেলিয়া স্থির হইয়া দাড়াইল বলিয়া বোধ হয় | বিহঙ্গদিগের সর্বাঙ্গ সমুচিত পরিচ্ছদ-পরিহিত ; উহারা তন্তুবায় বা রজকের মুখাপেক্ষা কবে না । যে সকল পক্ষীকে আহারান্বেষণে বহুদূর গমন করিতে, বা রক্ষের উচ্চ শাখায় কুলায় নিৰ্ম্মাণ করিতে হয়, তাহাদিগের পক্ষে বল অধিক ; যাহাদিগকে ভূতলেই অধিক বিচরণ করিতে হয়, তাহাদিগের পদদ্বয় সমধিক বলবান ; যাহাদিগকে জলে সস্তরণ করিতে হয়, তাহারা লিপ্তপদ-বিশিষ্ট্র , যাহাদিগকে কৰ্দমে বিচরণ করিতে হয়, তাহাদিগের পদদ্বয়, গ্রীব ও চঞ্চু সুদীর্ঘ ; যাহারা মাংসাশী, তাহাদিগের চঞ্চু ও নখর সবল ও বড়শী সদৃশ, যাহারা কঠিন ফলাদি ভাঙ্গিয়া আহার করে, তাহাদিগের চঞ্চু পেষণ-যন্ত্রবৎ ; আর যাহারা জলজ শৈবাল অথবা ক্ষুদ্র কীটাদি ভক্ষণ করে, তাহাদিগের চঞ্চুপুট ছাকৃনির মত । সংসারের কতকগুলি লোকের সঙ্গে কতকগুলি পক্ষীর বাহ লক্ষণের বিলক্ষণ সাদৃশ্য আছে । কাক
পাতা:পাঠসার.djvu/৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।