এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিহঙ্গ-জাতি । b* গুলি যেন উৎসবালয়ে অনাহূত ইতর লোকের মত কোলাহল করে ; চটকগুলি যেন চঞ্চল বালকদিগের মত গণ্ডগোল ও দৌড়াদৌড়ি করে, ময়ূর যেন বাবু লোকের মত আপনার পরিচ্ছদ দেখাইয়া অহঙ্কার করে, আর সকলে তাহাকে বাহবা দেয় না বলিয়া, পাখসাট মারিয়া রাগ করিয়া অসারতার পরিচয় দেয় ; বক যেন ভণ্ড ধাৰ্ম্মিকের মত দুরভিসন্ধি সাধন করিবার জন্ত ধীরে ধীরে পদনিক্ষেপ করে , চিল যেন দুষ্টবুদ্ধি ও দূরদর্শী রাজমন্ত্রীর মত কাহার মস্তকে আঘাত করিবে, সেই জস্তই ব্যস্ত থাকে ; আর পেচক যেন অল্পবিদ্বান অহংকারীর মত চক্ষু স্থির ও গণ্ড স্ফীত করিয়া বসিয়া থাকে । বিহঙ্গজাতি জনসমাজের অনেক উপকার সাধন করিয়া থাকে। কাক ও শকুনি প্রভৃতি পক্ষী দূরীত ভোজন করে । হৎসজাতীয় পক্ষীরা শৈবাল ও কীটাদি ভক্ষণ করিয়া মানুষের পানীয় জল পরিষ্কার করিয়া দেয় ৷ পক্ষিদিগের অনেকেরই পালকে লেখনী প্রস্তুত হইয়া থাকে। যে সকল কীট লোকালয়ে স্বাস্থ্য ও ক্ষেত্রে শস্ত নষ্ট করে, দধিকুল ও শালিক প্রভৃতি পক্ষী তাহাদিগকে ধ্বংশ করিয়া থাকে। ময়ূর ও গডুরাদি পক্ষী বিষাক্ত সপদিগকে বিনাশ করিয়া উদ্যান নিষ্কণ্টক করিয়া