বিহঙ্গ জাতি । * 。 নিকটে স্থল আছে,--ইহা নিৰ্দ্ধারণ করিতে পারিয়াছিলেন। কথিত আছে যে,একবার বিপক্ষগণ রাত্ৰিযোগে অলক্ষিতভাবে রোমনগর আক্রমণ করে, কিন্তু পালিত রাজহংসগণের কোলাহলে জাগরিত হইয়া নগররক্ষকেরা শক্রদিগকে ব্যর্থমনোরথ করিয়াছিল । পালিত পক্ষির দ্বারা অশেষ উপকার সাধিত হইয়া থাকে। বর্তমান সময়ের কোন কোন যুদ্ধে অবরুদ্ধ নগরবাসিরা শিক্ষিত কপোতদিগের দ্বারা দূরবর্তী আত্মীয় ও স্বপক্ষীয়দিগকে পত্র প্রেরণ করিয়াছে । বিহঙ্গজাতি আর এক রূপে মানবের অতি মহৎ উপকার সাধন করিয়া থাকে। অনেক বিহঙ্গ সুস্বর ও সুমধুর সঙ্গীতে মানুষের মনকে তৃপ্ত ও উৎফুল্ল করিয়া থাকে । ক্ষুদ্র ক্ষুদ্র মধু-পক্ষীরা পুষ্পকোটরে দীর্ঘ চঞ্চুপুট প্রবেশ করত মধুপান করিয়া যখন শিস্ দিতে থাকে, তখন যেন বংশীধ্বনি শ্রবণে চমকিয়া উঠিতে হয় । বসন্ত সমাগমে কোকিল যখন পঞ্চম স্বরে আকাশ পরিপূর্ণ করে, তখন সেই হৃদয়-বিদ্ধকর স্বর শুনিয়া কত ভাব, ও পূৰ্ব্বস্মৃতিরই উদ্রেক হইতে থাকে দূর আকাশে অদৃশু থাকিয়া পাপিয়া যখন স্বর-লহরী বর্ষণ করে, তখন অস্তঃকরণে কত অলৌকিক সৌন্দর্য্যের পূর্বাভাসই জাগিয়া উঠে । নিবিড় নিকুঞ্জবনে লুক্কায়িত থাকিয়া ভৃঙ্গরাজ, বুলবুল প্রভৃতি
পাতা:পাঠসার.djvu/৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।