এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 е পীঠসার | যখন সুমধুর স্বর বর্ষণ করে, তখন যেন বনদেবী তালে তালে নৃত্য করিতে থাকেন। বধূসখী যেন স্বৰ্গীয়-দূতের মত অবতীর্ণ হইয়াই “বউ কথা কও” বলিয়া ডাকিয়া বেড়ায়, এবং এইরূপে অজ্ঞানাচ্ছন্ন ভারতবর্ষীয় রমণীদিগকে আপনাদিগের অধিকার লাভে উত্তেজিত করে । আমেরিকায় বিদূষক পাখী নামে একরূপ পাখী আছে, তাহার সঙ্গীত ও অনুকরণ-নৈপুণ্যে মনুষ্যমাত্রকেই বিস্মিত হইতে হয় । বিহঙ্গদিগের নিকট আমরা কতকগুলি আশ্চৰ্য্য শিক্ষা লাভ করিতে পারি। স্বাবলম্বন বিহঙ্গদিগের মহৎ গুণ ; যাহারই চলচ্ছক্তি আছে, সেই বিহঙ্গই আপন ভরণ পোষণের জন্ত পরের গলগ্রহ হয় না । একদিকে বিহঙ্গগণ এইরূপ স্বাধীন ও স্ব স্ব প্রধান, অপরদিকে তাহাদিগের মধ্যে চমৎকার একতা । যখন কোন বিহঙ্গ বিপদগ্রস্ত হয়, তখনই সেই জাতীয় বিহঙ্গেরা সকলে বিলাপ ও কোলাহল করিতে থাকে । যখনই কোন বিহঙ্গের শাবক কেহ অপহরণ করিতে যায়, তখনই তাহার স্বজাতীয়েরা সকলে মিলিয়া আততায়িকে আক্রমণ করে । বিহঙ্গদিগের নিকট আমরা কৰ্ম্মঠতা ও নিপুণতা শিক্ষা করিতে পারি। কোন বিহঙ্গই পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকারী অলস ‘বাবুর মত বসিয়া থাকে না ;